Wednesday, April 27, 2022

মুভিপোকা ও বইকীট গ্রুপে ঈদ গল্প লেখার প্রতিযোগিতা

SHARE



 ▌মুভিকীট ও বইপোকা আয়োজিত ‘ছোটোগল্প প্রতিযোগিতা’র অংশগ্রহণের নিয়মাবলি—


● গল্পের শুরুতে #MKBP_ছোটোগল্প_প্রতিযোগিতা হ্যাশট্যাগ বাধ্যতামূলক। সঠিক হ্যাশট্যাগ ব্যবহার না করলে, গল্পটি বাতিল বলে গণ্য হবে। 


● শুধুমাত্র রহস্য ও রোমাঞ্চ জনরায় গল্প লিখতে হবে। যেখানে—থ্রিলার (ডিটেকটিভ, মিস্ট্রি, সাইকোলজিক্যাল, হিস্টোরিক্যাল, মিথলজিক্যাল, কনটেমপোরারি ইত্যাদি), ফ্যান্টাসি, হরর, সাই-ফাই, ওয়েস্টার্ন, লিটারারি ফিকশন (জাদুবস্তবতা, পরাবাস্তবতা), ডিস্টোপিয়া, ইউটোপিয়া ঘরনায় গল্প লেখা যাবে। 


● গল্পের শব্দ সংখ্যা হতে হবে সর্বনিম্ন ১০০০ এবং সর্বোচ্চ ৪০০০ পর্যন্ত। 


● গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ পোস্টার দিতে হবে তবে বাধ্যতামূলক নয়। 


● পূর্বে প্রকাশিত (পত্রিকা, ম্যাগাজিন, গল্প সংকলন, ফেসবুক টাইমলাইন, গ্রুপ বা পেজ) কোনো গল্প দেওয়া যাবে না। সম্পূর্ণ নতুন হতে হবে। যদি কোনোভাবে পূর্ব প্রকাশিত গল্প দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের কোনো হদিস পাওয়া যায়; তবে সেই প্রতিযোগীকে বাতিল বলে বিবেচিত হবে।


● কারও কপি-পেস্ট বা চুরি করা লেখা ধরা পড়লে বিনা নোটিশে ব্যান এবং ফ্রি চুরির তকমা খচিত একখানা উপহার পোস্ট কপালে জুটবে। 


● গল্প সাবমিটের পর আপনার ফ্রেন্ডলিস্টের ১০ জন বন্ধুকে ম্যানশন এবং ১০ জন নতুন সদস্যকে ইনভাইট করা বাধ্যতামূলক। যাদের ম্যানশন দিবেন তাদের আপনার গল্প নিয়ে মন্তব্য এবং ১০-এ রেটিং দেওয়ার জন্য অনুরোধ করতে পারেন। কারণ, ৩০% পাবলিক রেসপন্স যাচাই করে বিজয়ী নির্ধারণ করা হবে। যত বেশি রেসপন্স ততই বিজয়ী হওয়ার সম্ভবনা থাকবে।


● অন্য প্রতিযোগীর পোস্ট নিয়ে মন্তব্য ও ১০-এ রেটিং দেওয়াটা বাধ্যতামূলক। 


● সুন্দর, ভালো লেগেছে, ভালো ছিল, দারুণ লাগল; এমন ধরনের মন্তব্য না করে গঠনমূলক মন্তব্য করার অনুরোধ রইল। দয়াপরবশ মন্তব্য ধরা হবে না। 


● একজন প্রতিযোগী সর্বোচ্চ দুইটি গল্প সাবমিট করতে পারবেন। এতে #গল্প_১ ও #গল্প_২ ব্যবহার করতে হবে।


📌 গল্প যে কারণে বাতিল হবে:


■ হ্যাশট্যাগ সঠিক ব্যবহার না করলে।


■ ১০ জন বন্ধু ইনভাইট না করলে।


■ নিজ পোস্টে ১০ বন্ধুকে ম্যানশন এবং রেটিং ও মন্তব্য না চাওয়া হলে। 


■ অন্য প্রতিযোগীর পোস্টে মন্তব্য ও রেটিং না দিলে।


■ পূর্ব প্রকাশিত এবং চুরি বা কপি-পেস্ট কোনো গল্প সাবমিট করলে।


📌 বিজয়ী নির্ধারণের প্রক্রিয়া:

 

■ বিচারক প্যানেলের ৭০% নম্বর এবং মন্তব্য থেকে ৩০% নম্বরের গড় হিসাব করে বিজয়ী নির্ধারণ করা হবে। 


■ গড় নম্বর সমান হলে সর্বাধিক রিয়্যাকশন এবং মন্তব্য বিচারবিবেচনায় নেওয়া হবে। 


✅ পুরষ্কার:

 

■ সর্বোচ্চ তিন জনকে বিজয়ী হিসেবে নির্ধারণ করা হবে। 


■ পুরষ্কার হিসেবে থাকলে লেখক সম্মানী। একজন লেখকের ছোটোগল্পের জন্য যতটুকু প্রাপ্য। 


■ পুরো প্রতিযোগিতা জুড়ে সেরা একজন গঠনমূলক মন্তব্যকারীর জন্য রয়েছে বিশেষ পুরষ্কার। 


════════════════════════════


প্রতিযোগিতা চলবে ২৭ এপ্রিল থেকে পুরো মে পর্যন্ত। প্রস্তুতি তাহলে আজ থেকে শুরু হোক। এই প্রতিযোগিতার আমেজ আরও বাড়িয়ে দিতে আপনার লেখক বন্ধুদের ইনভাইট বা উক্ত পোস্টে ম্যানশন করতে পারেন। শুভকামনা সবার জন্য। 


বি.দ্র. প্রতিযোগিতার যে-কোনো সিদ্ধান্তের ব্যাপারে মুভিপোকা ও বইকীট-এর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। 


বি.দ্র. ২ - প্রতিযোগিতার বাছাই করা ১০টি গল্প ও অ্যাডমিন প্যানেলের সদস্যদের গল্পের সমন্বয়ে আগামীতে একটি গল্প সংকলন প্রকাশ করার বিষয়টি গ্রুপ কর্তৃপক্ষের সক্রিয় বিবেচনায় রয়েছে। এই বিষয়ে প্রতিযোগিতা শেষে বিস্তারিত জানানো হবে।


ফেসবুক গ্রুপ লিংক- https://www.facebook.com/groups/167700651201697/?ref=শেয়ার

SHARE

Author: verified_user

0 Comments: