Thursday, April 7, 2022

দুই বাংলার দুই স্বতন্ত্র্য ফিকশনাল সুপারহিরো ইউনিভার্সের স্বপ্নদ্রষ্টা মুহাম্মদ রাগিব নিযাম

SHARE


 দুই বাংলায় সমানভাবে পদচারণায় মুখর হয়ে উঠেছে রাগিব নিযাম এর নিজস্ব ও মৌলিক ধারার সাহিত্য। তিনি একত্রিশে মার্চ ২০২২ সালে পশ্চিমবঙ্গের প্রথম ফিকশনাল সুপারহিরো ইউনিভার্স এর যাত্রা শুরু করেছেন। উল্লেখ্য রাগিব নিযাম রেকর্ড করেছেন তাঁর অনবদ্য সৃষ্টি বাংলাদেশের অতিমানবেরা সিরিজ দিয়ে। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত তিনি প্রায় ৬০ টিরও বেশী চরিত্র ও ১০০ টির উপরে গল্প ও ছোট উপন্যাস লিখে প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছেন রেকর্ড। বাংলাদেশের ইনিই একমাত্র ব্যক্তি যিনি প্রথম ফিকশনাল সুপারহিরো জগত  তৈরি করেছেন বা সুপারহিরো ফিকশনাল ইউনিভার্স তৈরি করেছেন।

রাগিব নিযাম এর প্রথম পশ্চিমবঙ্গের জন্য করা চরিত্রের নাম হলো নিশি প্রহরী। প্রহরীর উত্থানটা ভিন্ন ধাঁচে তিনি বেশ সুন্দর করে গুছিয়ে একটি গল্পে লিখেছেন এবং উপজীব্য হয়েছে সেই জায়গাটি যার নাম দমদম স্টেশন। দমদম স্টেশনের কাছেই সেভেন ট্যাংকস নিবাসী দেবুকে নিয়ে গল্প এই নিশি প্রহরী

রাগিব মূলত সক্রিয় হয়ে উঠেছেন তার গড়া বিশাল ইউনিভার্সের চরিত্রগুলো নিয়ে তিনি প্রত্যেকটি চরিত্রের জন্য ছোট-ছোট উপন্যাসে ভাগ করে লেখাগুলোকে বই আকারে ই-বুকে ছাড়ছেন ডিজিটাল বইয়ের একটি রূপ মানে পিডিএফ ডকুমেন্ট। এখন দেখা যাচ্ছে রাগিব প্রতি বছরই নিজের তিন-চারটে করে বই বের করছেন এবং তিনি এগিয়ে এসেছেন এবার পশ্চিমবঙ্গের জন্য বাংলা ভাষায় প্রথম বাংলা সুপারহিরো ইউনিভার্স নিয়ে। এছাড়া, ২০২১ এর অক্টোবরে বের হয়েছে তাঁর লেখা হার্ডকপি বই 'দ্য মিয়ানমার পোস্ট''।

২০২১ সালে 'বাংলাদেশের অতিমানবেরা প্রথম খন্ড' ও 'পাগলা এটি একটি আততায়ী বই' বের করেন ই-বুক হিসেবে। ২০২২ সালে 'বাংলাদেশের অতিমানবেরা দ্বিতীয় খন্ড' এবং একই সাথে তিনটি বই মিলে নতুন একটি ট্রিলজি এনেছেন যার নাম 'সুপার লর্ড ট্রিলজি'। এই ট্রিলজির প্রথম বই এপ্রিল মাসে বের হয়েছে রানার চরিত্রের 'অবদ্রুতি' বই নামে। বাকি দুটি বই মানে ট্রিলজির দুটি বই হচ্ছে অনুমানব চরিত্রের নতুন বই 'সৌরবছর' ও রাতের প্রহরী চরিত্রের 'রাত নামার গল্প'। রাগিব নিযামের এই অধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে গবেষণামূলক এক যুগান্তকারী অধ্যায় হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকুক এই প্রত্যাশায় আমরা রাগিব নিযাম এর সুদূর ভবিষ্যৎ কামনা করছি।

SHARE

Author: verified_user

0 Comments: