Thursday, August 5, 2021

ইউটিউবে খুদে ভিডিওর জন্য মাসে ১০ হাজার ডলার

SHARE

 টিকটকের অনুকরণে খুদে ভিডিও তৈরির সুবিধা আছে ইউটিউবে। সেটির নাম ইউটিউব শর্টস। আগামী এক বছরজুড়ে শর্টসে ভিডিও তৈরির জন্য নির্মাতাদের সব মিলিয়ে ১০ কোটি ডলার দেওয়ার পরিকল্পনা ইউটিউবের। এর আওতায় ভিডিও নির্মাতারা মাসে সর্বোচ্চ ১০ হাজার ডলার করে পেতে পারেন।

বিজ্ঞাপনে ছোট হরফে শর্ত প্রযোজ্য লেখার মতো এখানেও শর্ত আছে। প্রথমত, ভিডিওগুলোকে জনপ্রিয় হতে হবে। সেই জনপ্রিয়তার মাপকাঠি ঠিক হবে কত মানুষ ইউটিউব শর্টসের জন্য ভিডিও তৈরি করছে এবং সেগুলো দেখছে, তার ওপর। আবার বিশ্বের কোন অঞ্চল থেকে দর্শকেরা ভিডিওগুলো দেখছেন, সেই বিষয়ের ওপরও অর্থপ্রাপ্তির ব্যাপারটি নির্ভর করছে বলে জানানো হয়েছে দ্য ভার্জের প্রতিবেদনে।

আরেকটি ব্যাপার হলো ভিডিওগুলো ‘অরিজিনাল’ হতে হবে। অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে নামিয়ে পুনরায় আপলোড করলে চলবে না। সেগুলোতে টিকটক, স্ন্যাপচ্যাট বা ইনস্টাগ্রাম রিলের মতো প্ল্যাটফর্মগুলোর লোগো বা নাম থাকলে সেই চ্যানেল অর্থ পাওয়ার জন্য অযোগ্য বিবেচিত হবে।


শুরুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ব্রাজিলসহ ১০টি দেশের নির্মাতারা ইউটিউব শর্টসে ভিডিও তৈরির জন্য এই তহবিল থেকে অর্থ পাবেন। সেখানে আপাতত বাংলাদেশের নাম নেই, তবে পর্যায়ক্রমে দেশের তালিকা বাড়ানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছে ইউটিউব।

ইউটিউবে নির্মাতারা সচরাচর তাঁদের ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর জন্য অর্থ পেয়ে থাকেন। সেখানে বিজ্ঞাপন যতবার দেখা হলো, তাঁর সঙ্গে প্রাপ্ত অর্থের একটা সম্পর্ক থাকে। তবে শর্টসে প্রতিটি ভিডিওতে বিজ্ঞাপন দেখাতে চায় না ইউটিউব। সে কারণেই নির্মাতাদের অর্থ পরিশোধের বিকল্প উপায় খুঁজে দেখার চেষ্টা করা হচ্ছে।

তবে পরবর্তীকালে অন্য কোনো কর্মসূচির মাধ্যমে মনিটাইজেশনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা নিল মোহন। সুত্রঃ প্রথম আলো



SHARE

Author: verified_user

0 Comments: